এয়ার ইন্ডিয়ার ইকনমি ক্লাসে এবার থেকে মিলবে শুধুই নিরামিষ খাবার

Air India

দেশীয় উড়ানে ইকনমি ক্লাসের যাত্রীদের আর আমিষ খাবার দিচ্ছে না এয়ার ইন্ডিয়া। খরচ কমানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। ফলে এতদিন যেমন এয়ার ইন্ডিয়ার ইকনমি ক্লাসের যাত্রীরা নিরামিষ ও আমিষ আহারের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ পেতেন, সেটা আর নেই। শুধুই নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে। বিজনেস ও ফার্স্ট ক্লাসে অবশ্য আগের মতোই আমিষ খাবার দেওয়া হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার অপর এক আধিকারিক বলেছেন, প্রতি বছর যাত্রীদের খাবারের খাতে তাঁদের ৪০০ কোটি টাকা খরচ হয়। দেশীয় উড়ানের ইকনমি ক্লাসে আমিষ বন্ধ করার ফলে বছরে ৮ কোটি টাকা সাশ্রয় হবে। তাছাড়া নিরামিষ খান এমন যাত্রীর সংখ্যা বাড়ছে। দেশীয় উড়ানে এতদিন ৩০ শতাংশ আমিষ এবং ৭০ শতাংশ নিরামিষ খাবার রাখা হত। কিন্তু প্রায়ই দেখা যাচ্ছিল নিরামিষ খাবার শেষ হয়ে যাচ্ছে। সেই কারণেই ইকনমি ক্লাসে শুধুই নিরামিষ খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related posts