অভিনব সিদ্ধান্ত ! ১০ লক্ষ গাছকে কেটে ফেলার হাত থেকে রক্ষা করছে ভারতীয় রেল।

online rail exam to save tree

সম্প্রতি চলছে রেলের বড় মাপের নিয়োগ প্রক্রিয়া। এবার প্রায় ৯০০০০ রেলের পদের জন্য গোটা ভারত থেকে আবেদনপত্র জমা পরে ২ কোটি ৩৭ লাখ ! আর এর ফলে বিপুল পরিমাণ পরীক্ষার্থীদের জন্য প্রায় ৭ কোটির বেশি এ৪ মাপের উত্তরপত্র দরকার ছিল। কিন্তু এতো পরিমাণ উত্তরপত্রর যোগান দিতে গেলে কমপক্ষে প্রায় ১০ লক্ষ গাছ কাটা পড়ত। আর এতেই শঙ্কিত হয়ে পড়েন অনেকে, মূলত পরিবেশবিদরা।

রেল সূত্রে খবর, সাধারণত এই রকম পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থী পিছু ৩-৪ টি উত্তরপত্রর প্রয়োজন হয়। ফলে প্রায় ২ কোটি ৩৭ লাখ পরীক্ষার্থীর উত্তরপত্র যোগান দিতে গেলে কয়েক লক্ষ গাছ কাটতে হত। এমনটাই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে।

এরপরই এই ব্যাপারে নড়ে চড়ে বসে ভারতীয় রেল। সিদ্ধান্ত হয়, পরীক্ষা নেওয়ার পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। গোটা দেশ জুড়ে প্রায় ৩০০টি কেন্দ্রে অনলাইনের মাধ্যমেই সম্পন্ন হবে এই পরীক্ষাটি।

রেলের এক আধিকারিকের দাবি, বিশ্বে এখনও পর্যন্ত এত বড় অনলাইন পরীক্ষা হয়নি। ভারতীয় রেলই প্রথম এত বড় পরীক্ষায় আয়োজন অনলাইনে করেছে।

Related posts