#জিও আর ফ্রি নয়, প্রতি কলে আজ থেকে দিতে হবে মিনিটে ৬ পয়সা!

jio-start-charging

ইন্টারকানেক্ট ইউজেস চার্জ এর নামে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় শুরু করল রিলায়্যান্স জিও। যদিও শুরুর সময় জিও বারবার বলে ছিল, তাদের গ্রাহকদের কল এর জন্য কখনো কোন চার্জ দিতে হবে না এবং সারা জীবন ফ্রি থাকবে। আজ অর্থাৎ ১০ই অক্টোবর থেকে, রিলায়েন্স জিও গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করলেই দিতে হবে এই চার্জ। গত কালই জিও ঘোষণা করে তাদের গ্রাহকদের জন্য নতুন টপ আপ প্ল্যান৷ ১০ টাকা থেকে শুরু হচ্ছে নতুন এই টপ আপ প্ল্যান৷ পোস্টপেড গ্রাহকদের জন্যেও এই চার্জ ধার্য হবে প্রতি মিনিটে ৬ পয়সা হারে এবং বিলে সেগুলো…