আগামীকাল চীন ও পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে সীমান্ত নজরদারি স্যাটেলাইট, #কার্টোস্যাট_৩ লঞ্চ করতে চলেছে ইসরো। এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলির উপর নজরদারি চালাবে। এই স্যাটেলাইটটি মূলত একটি মানচিত্রনির্মানকারী স্যাটেলাইট। রিস্যাট সিরিজ স্যাটেলাইটের অন্তর্গত কার্টেস্যাট-৩ এই সিরিজের তৃতীয় জেনারেশন স্যাটেলাইট। এটির উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা হাই রেজলিউশন ছবি তুলতে সক্ষম। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে এই রিস্যাটের সাহায্যেই ভারত পাকিস্তানের বালাকোটে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিতে সমর্থ হয়েছিল। আগামীকাল সকাল ৯টা বেজে ২৮ মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে এই কার্টোস্যাট-৩।