বর্তমানে বিশ্বের জনপ্রিয়তম ওয়েব ব্রাউজারের নাম গুগল ক্রোম। গুগল কতৃপক্ষের দাবি অনুযায়ী তাদের সাম্প্রতিক আপডেটে এই ব্রাউজার আরও সুরক্ষিত হয়েছে। আরও সুরক্ষিত ভাবে ইন্টারনেট ব্যবহার করবার জন্য এই নতুন আপডেটে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ফিচার। গুগল ক্রোম আপডেট অ্যাড্রেস বার লেটেস্ট এই আপডেটে অ্যাড্রেস বারের বাঁ দিকে প্যাড লক আইকনে ক্লিক করলে সহজেই সেই ওয়েবসাইট এর সাইট সেটিংস এ কী কী পারমিশন দেওয়া হয়েছে তা দেখে নেওয়া যাবে, প্রয়োজন মতন সেগুলো বদল ও করা যাবে। আপডেটেড ভার্সনে ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করে অ্যাকশন পারফর্ম করা যাবে। সেখানে ‘chrome://settings/safetyCheck’…