সমাজের বৃহৎ অংশের হৃদয় জয় করলেন উত্তরপ্রদেশের ডাক্তার অরবিন্দ গোয়েল। গরীব মানুষদের সাহায্য করবার জন্য যোগী সরকারকে নিজের 600 কোটি টাকার সম্পত্তি দান করলেন। up doctor arvind goyal donates his entire property worth 600 crore to help the poor উত্তর প্রদেশের মোরাদাবাদের এই বিশিষ্ট চিকিৎসক যার নিজের পুরো সম্পত্তি, যার বর্তমান বাজার মূল্য 600 কোটি টাকার কাছাকাছি তা তিনি দান করেছেন গরিব মানুষদের সাহায্য করবার জন্য। বিগত ৫০ বছর ধরে যথেষ্ট সুনামের সঙ্গে চিকিৎসা করছেন তিনি। এলাকায় মানবদরদী হিসেবে তিনি সুপরিচিত। মানুষের বিপদে আপদে সব সময় ছুটে যান তিনি। লকডাউনের…