প্রায় ৩০০ কোটি ইমেইল একাউন্ট হ্যাক হয়েছিল ! ভয়ঙ্কর স্বীকারোক্তি ইয়াহু’র !!!

yahoo mail hacked

২০১৩ সালে তাদের প্রায় ৩০০ কোটি ইমেইল ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। চুরি গিয়েছিলো বহু তথ্য। ইয়াহু (Yahoo)-র তরফে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছর ভেরিজোন কমিউনিকেশন ইয়াহুকে অধিগ্রহণ করে। গতকাল প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়, ইতিহাসে এই রকম বড় ধরনের হামলায় প্রায় সকল অ্যাকাউন্টই আক্রান্ত হয়েছিল।

তবে তারা জানিয়েছে, আক্রান্ত অ্যাকাউন্টে চুরি হওয়া তথ্যের মধ্যে পেমেন্ট কার্ড তথ্য অথবা ব্যাঙ্ক তথ্য নেই।

এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর ইয়াহুর একাধিক শেয়ারহোল্ডার ও ব্যবহারকারী আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে। ইতিমধ্যে মার্কিন ফেডেরাল অ্যান্ড স্টেট কোর্টে ৪১টি মামলা ঝুলছে ইয়াহু-র বিরুদ্ধে।

Related posts