দেশের হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে বৃহত্তম বিনিয়োগের ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। প্রায় ৮৪,০০০ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য প্রায় ৭ লক্ষ কোটি টাকা ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। এই প্রকল্পের কাজ ২০২২ সালে শেষ হবে।
দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ভারতমালা স্কিমের অন্তর্গত হয়ে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এই স্কিমের অন্তর্গত হয়ে প্রায় ৩৪,৮০০ কিলোমিটার রাস্তা তৈরি করতে ৫.৩৫ লক্ষ কোটি টাকা হিসাবে খরচ হবে। গোটা দেশে প্রায় ৯,০০০ কিলোমিটার ইকোনমিক করিডর নির্মাণের কথাও বলা হয়েছে। এই প্রকল্পে ৬,০০০ কিলোমিটার দীর্ঘ করিডর ও ফিডার রুট রাখার প্রস্তাব রয়েছে। এছাড়াও ২০০০ কিলোমিটার সীমান্ত সড়ক যোগাযোগের জন্য রাস্তা তৈরি হবে। ৮০০ কিলোমিটার থাকছে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। এর সাথে ১০,০০০ কিলোমিটার দীর্ঘ জাতীয় হাইওয়েের উন্নয়ন করা হবে।
ঘোষণায় আরো জানানো হয়েছে, উত্তর পূর্বের রাজ্যগুলিতে সড়ক যোগাযোগ আরও উন্নত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাস্তা নির্মাণে। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যের সঙ্গে যাতে সড়ক যোগাযোগ আরও মজবুত করা যায়, তার ওপরে নজর রেখেছে সরকার।