কয়েক বছর ধরে তারাপীঠে কৌশিকী অমাবস্যায় রাতভর সমস্ত মদের দোকান খুলে রেখে রেকর্ড আয় করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এবার, কৌশিকী অমাবস্যায় গত কয়েক বছরের সব রেকর্ড ছাপিয়ে প্রায় আড়াই কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে জানিয়েছে আবগারি দফতর৷

এই বছর কৌশিকী অমাবস্যা ছিল দুই দিন ধরে, যার ফলে দেদার বিক্রি হয়েছে বিলাতি মদ৷ বিক্রির মোট পরিমান ২৩,৬১৪ লিটার। খুব একটা পিছিয়ে নেই অবশ্য বিয়ার এবং দিশি মদ এর ব্যবসা। এই বছর বিয়ার বিক্রি হয়েছে মোট ১২,২০৫ লিটার এবং দিশি মদ বিক্রি হয়েছে ১৫,৯২১ লিটার।