গরু পাচারকারীদের বেপরোয়া আক্রমণে টানা ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানলেন বিএসএফ জওয়ান দীপক কুমার মণ্ডল। এবার দেখার বিষয় একটাই, শহীদের মর্যাদা রক্ষায় দুই রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট কি কি সদর্থক ভূমিকা পালন করে !
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ তারিখ ত্রিপুরায় বাংলাদেশ বর্ডার সংলগ্ন এরিয়ায় বিএসএফ এর ১৪৫ ব্যাটেলিয়নের সেকেন্ড-ইন-কমান্ড পদমর্যাদা সম্পন্ন অফিসার দীপক কুমার মণ্ডল গরু পাচারকারীদের আক্রমণে গুরুতরভাবে আহত হন। পরবর্তীকালে তাকে বিমানে করে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই টানা ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা কষে অবশেষে ২০ তারিখ তার মৃত্যু হয়।
শহীদ জওয়ান ডিউটি করছিলেন তার দলের সাথে ত্রিপুরার সিপাহীজলা এলাকায়, যেটি মূলত কাঁটা তার বিহীন এরিয়া ! যখন তিনি গরু বোঝাই বেআইনী গাড়িটিকে দেখে ধরবার চেষ্টা করেন, সেই সময় গরু পাচারকারীরা মণ্ডল এবং তার গোটা দলকে ঘিরে ফেলে ইট, লাঠি, বাঁশ নিয়ে হামলা করে।
এই ঘটনায় ত্রিপুরা পুলিশ অভিযুক্ত গাড়িটিকে আটক করেছে এবং ড্রাইভারকে গ্রেপ্তার করেছে। বাকি দুর্বৃত্তদের খোঁজে চলছে তল্লাশি।