তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ‘ফণী’ ( Cyclone Fani) !

route and intensity of cyclone fani

আজ সকালে ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় (Wind Speed) প্রায় ২০০ কিলোমিটার। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সন্ধ্যা পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালাবে ‘ফণী’ (Cyclone Fani)। তারপর সেটি এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে। বিপুল বৃষ্টিপাতের ফলে ইতিমধ্যেই জলের তলায় অধিকাংশ এলাকা।

‘ফণী’র মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক চলছে ওড়িশা প্রশাসনের। জরুরি ভিত্তিতে তৈরী আছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। ওড়িশা প্রশাসনের তরফে খোলা হয়েছে ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার, যেটা হল +916742534177 এবং জেলা ভিত্তিক কন্ট্রোল রুম নাম্বার।

এদিকে সাইক্লোন ‘ফণী’র (Cyclone Fani) প্রভাবে কলকাতাতেও শুরু হয়ে গেছে ঝেপে বৃষ্টি।

Related posts

Leave a Comment