#AyodhyaVerdict ঐতিহাসিক রায় ভারতের সুপ্রিম কোর্টের

Ram Mandir

অযোধ্যার বিতর্কিত জমিতেই তৈরি হবে রাম মন্দির। তিন মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করতে হবে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের ৷ মসজিদের ভিতরের অংশ থাকবে ওই ট্রাস্টের হাতে ৷ আর ওই ট্রাস্টের নজরদারিতেই তৈরি হবে ভব্য রামমন্দির ৷ রায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চের ৷

রায়দান কালে প্রধান বিচারপতি বলেন, ফাঁকা জায়গায় তৈরি হয়নি বাবরি মসজিদ এবং খারিজ করেন শিয়া ওয়াকফ বোর্ডের আর্জি, তার সাথে খারিজ করেন নির্মোহী আখড়ার দাবিও ৷

অযোধ্যা মামলার রায়দানের পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের বিশিষ্ট জনেরা

বর্তমান কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা এবং সুপ্রিম কোর্টের এই #ঐতিহাসিক_রায় এর ফলে পরিসমাপ্তি ঘটলো ৪৯০ বছরের এই মহা বিতর্কিত অধ্যায়ের ৷

Related posts

Leave a Comment