সন্ত্রাসবাদে মদত এবং সন্ত্রাসীদের অর্থের যোগান রুখতে আন্তর্জাতিক সংস্থা এফএটিএফ (FATF), ইমরান খানের পাকিস্তানকে পদক্ষেপ করার জন্যে সময়সীমা দিলেও তা পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ পাকিস্তান। সন্ত্রাসবাদকে মদত দেওয়া এবং তার সাথে সন্ত্রাসীদের পালন পোষণের কারণে পাকিস্তান এবার বড় রকমের সমস্যায় পড়বে বলে মনে করা হচ্ছে।
এর ফলে ওই দেশকে ব্ল্যাক লিস্টেড (Black Listed) বা কালো তালিকাভুক্ত করবার আগে শেষ সতর্কতা দিয়ে “ডার্ক গ্রে” বা “গাঢ় ধূসর” (Grey Listed) তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। সম্ভবত এটাই ওই দেশকে কালো তালিকাভুক্ত করার আগে শেষ সতর্কবার্তা।
১৮ অক্টোবর পাকিস্তানের বিষয়ে চূড়ান্ত ফয়সালা করবে এফএটিএফ। আর ঐদিন যদি পাকিস্তানকে #ডার্ক গ্রে তালিকাভুক্ত করা হয় তাহলে পাকিস্তানের অর্থনীতিকে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।