সামনে পুজো, আর তার আগেই আসছে Flipkart-এর Big Billion Days সেল !

flipkart_big_billion_days_2019

সামনেই দূর্গা পূজা। আর তার আগেই ফ্লিপকার্ট নিয়ে আসছে তাদের #Big Billion Days নামক মেগাসেল। সংস্থা সূত্রে খবর, লেটেস্ট ফ্যাশন, ইলেক্ট্রনিক গ্যাজেটস, সাজগোজের জিনিস, গৃহ সজ্জা, খেলনা ইত্যাদি প্রোডাক্টে থাকবে লোভনীয় ছাড়।

চলতি মাসের ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে Flipkart-এর এই মেগাসেল। চলবে ৪ঠা অক্টোবর পর্যন্ত চলবে। এইবছর মোট ৬ দিন থাকবে Flipkart-এর Big Billion Days।

এমনিতেই দামের উপর অনলাইন ক্রেতারা পাবেন আকর্ষণীয় ছাড়, তার সাথে পাবেন বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ডে আরো অতিরিক্ত ডিসকাউন্ট।

Leave a Comment