বর্তমানে বিশ্বের জনপ্রিয়তম ওয়েব ব্রাউজারের নাম গুগল ক্রোম। গুগল কতৃপক্ষের দাবি অনুযায়ী তাদের সাম্প্রতিক আপডেটে এই ব্রাউজার আরও সুরক্ষিত হয়েছে। আরও সুরক্ষিত ভাবে ইন্টারনেট ব্যবহার করবার জন্য এই নতুন আপডেটে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ফিচার।
গুগল ক্রোম আপডেট
অ্যাড্রেস বার
লেটেস্ট এই আপডেটে অ্যাড্রেস বারের বাঁ দিকে প্যাড লক আইকনে ক্লিক করলে সহজেই সেই ওয়েবসাইট এর সাইট সেটিংস এ কী কী পারমিশন দেওয়া হয়েছে তা দেখে নেওয়া যাবে, প্রয়োজন মতন সেগুলো বদল ও করা যাবে।
আপডেটেড ভার্সনে ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করে অ্যাকশন পারফর্ম করা যাবে। সেখানে ‘chrome://settings/safetyCheck’ টাইপ করলে কম্পিউটারের সব পাসওয়ার্ড ও এক্সটেনশন স্ক্যান করবে ক্রোম। এছাড়াও বিভিন্ন সুরক্ষা যাচাই করে নেওয়ার জন্য পাবেন একাধিক অ্যাকশন ব্যবহারের সুযোগ।
সেফটি ও প্রাইভেসিতে হয়েছে উন্নতি
ক্রোম ৯২ সিরিজের আপডেটে যুক্ত হয়েছে ওয়েবসাইট আইসোলেশন ফিচার। এখানে যে কোনো সন্দেহজনক ওয়েবসাইটের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। এছাড়াও গুগল জানিয়েছে আগের থেকে বেশি গতিতে ফিশিং অ্যাটাক ডিটেক্ট করা যাবে।
নতুন এই ফিচারগুলি ব্যবহারের জন্য আগের থেকে বেশ কম প্রসেসিং পাওয়ার ব্যবহার হবে গুগল ক্রোম-এ। আর কম সিপিইউ ব্যবহারের জন্য ব্যাটারি ব্যাক আপ আগের থেকে ভালো পাওয়া যাবে। এছাড়াও আগের থেকে দ্রুত ফিশিং অ্যাটাক সম্পর্কে সতর্ক করার কারণে আপনার ইন্টারনেট ব্রাউজিং অনেকটাই সুরক্ষিত হবে।