ভয়ংকর পরিস্থিতি পশ্চিম বাংলার! হিন্দ সম্প্রদায়ের আতংকিত হয়ে পরার মতন খবর আসছে জেলা সদর বারাসাত থেকে৷ হিন্দুদের সংখ্যালঘুতে পরিণত করে এবং মুসলিম বহুল বারাসাত গড়তে ইসলামিক কট্টরপন্থীরা এখন খুব সক্রিয়৷
এই ঘটনার প্রতক্ষদর্শী জনৈক সঞ্জীব দাস মহাশয়ের টুইট অনুযায়ী,
এক শ্রেণীর জমির মালিকরা এখন খোলা খুলি ভাবে প্রকাশ্যে পোস্টার, ফেস্টুন তৈরী করে লিখছে, ছোট থেকে বড় – যে কোন ধরণের জমি বিক্রি আছে, কিন্তু শর্ত একটাই, কোন হিন্দু সম্প্রদায়ের কাছে জমি বিক্রয় করা হইবে না ! অর্থাৎ, শুধুমাত্র মুসলিমরাই এই জমি কিনতে পারবে৷
Scary!! This poster seen in Barasat, Bengal…
— Sanjib Ghosh 🇮🇳 সঞ্জীব (@sampadscales) April 22, 2019
Where my Bengal is going under Mamata's Govt? Even Hindus can't buy land in their own land today. Wake up…else one day Hindus will be refugees in their own land.
The situation will be like those of Kashmiri Pandits…😡 pic.twitter.com/ekus5Z1g2j
বুদ্ধিজীবীরা হয়তো এটাকে বিক্ষিপ্ত ঘটনা বলে দায় এড়াতে চাইবে, কিন্তু এই ধরণের কাজকর্ম কিসের ইঙ্গিত দিচ্ছে ? যথারীতি বাংলার মমতা সরকারের প্রশাসন শীত ঘুমে ব্যস্ত৷