হিন্দুদেরকে জমি কিনতে বাধা বাংলার বারাসাতে

Hindus-barred-from-buying-land-in-bengal

ভয়ংকর পরিস্থিতি পশ্চিম বাংলার! হিন্দ সম্প্রদায়ের আতংকিত হয়ে পরার মতন খবর আসছে জেলা সদর বারাসাত থেকে৷ হিন্দুদের সংখ্যালঘুতে পরিণত করে এবং মুসলিম বহুল বারাসাত গড়তে ইসলামিক কট্টরপন্থীরা এখন খুব সক্রিয়৷

এই ঘটনার প্রতক্ষদর্শী জনৈক সঞ্জীব দাস মহাশয়ের টুইট অনুযায়ী,
এক শ্রেণীর জমির মালিকরা এখন খোলা খুলি ভাবে প্রকাশ্যে পোস্টার, ফেস্টুন তৈরী করে লিখছে, ছোট থেকে বড় – যে কোন ধরণের জমি বিক্রি আছে, কিন্তু শর্ত একটাই, কোন হিন্দু সম্প্রদায়ের কাছে জমি বিক্রয় করা হইবে না ! অর্থাৎ, শুধুমাত্র মুসলিমরাই এই জমি কিনতে পারবে৷

বুদ্ধিজীবীরা হয়তো এটাকে বিক্ষিপ্ত ঘটনা বলে দায় এড়াতে চাইবে, কিন্তু এই ধরণের কাজকর্ম কিসের ইঙ্গিত দিচ্ছে ? যথারীতি বাংলার মমতা সরকারের প্রশাসন শীত ঘুমে ব্যস্ত৷

Related posts