এবার হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে ভ্যাকসিনের সার্টিফিকেট | COVID-19 vaccination certificate on WhatsApp

covid19 vaccination certificate on whatsapp,covid-19 vaccAination certificate on whatsapp

covid-19 vaccination certificate on whatsapp

এখন 3 টি সহজ ধাপে MyGov করোনা হেল্পডেস্কের মাধ্যমে কোভিড -১৯ ভ্যাকসিনেশন সার্টিফিকেট পাবেন। প্রথমে +91 9013151515 এই যোগাযোগ নম্বরটি সেভ করুন ‘MyGov করোনা হেল্পডেস্ক’ নামে। এরপর হোয়াটসঅ্যাপ ওপেন করে MyGov করোনা হেল্পডেস্ক এর এই নাম্বারটিতে ‘covid certificate’ টাইপ করুন এবং পাঠিয়ে দিন উপরের দেওয়া নাম্বারটিতে। এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওটিপি’টি পাঠিয়ে দিন। তারপর ১ টাইপ করে আপনার নামটি কনফার্ম করুন আর সেকেন্ডের মধ্যেই আপনার সার্টিফিকেট পান।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্ডভিয়ার অফিস গতকাল এই টুইটটি করেছেন।

বর্তমানে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে। বহু জায়গায় প্রবেশের আগে এই সার্টিফিকেট (covid certificate) শো করাটা এখন বাধ্যতামূলক করা হচ্ছে। এতদিন শুধুমাত্র CoWIN পোর্টাল থেকেই এই সার্টিফিকেট ডাউনলোড করতে হত। আর এখন হোয়াটসঅ্যাপ যুক্ত হওয়ায় ভ্যাকসিন সার্টিফিকেট হাতে পাওয়া আরও সহজ হয়ে গেল।

Related posts

Leave a Comment