ICCU ইউনিটে ভর্তি রাজীব কুমার

rajeev kumar ips

বড় খবর সামনে আসছে সারদা চিটফান্ড কাণ্ডে। সংবাদ চ্যানেল #CN এর প্রতিবেদন অনুযায়ী, রাজীব কুমার বর্তমানে পূজালি’র একটি বেসরকারি হাসপাতালের ICCU ইউনিটে ভর্তি আছেন। শোনা যাচ্ছে সেই বেসরকারি হাসপাতালের নাম Jagannath Gupta Institute of Medical Sciences And Hospital । ইতিমধ্যেই, CBI আধিকারিকরা ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে গেছেন। সেখানে গিয়ে তারা ওই হাসপাতালের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন।

এখানে প্রশ্ন উঠছে, রাজীব কুমার যদি সত্যিই এতটা অসুস্থ থাকেন, তাহলে তিনি কলকাতার বড় বড় সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো বাদ দিয়ে পূজালি’র কোনো এক অখ্যাত বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কেন ? নাকি তিনি অসুস্থ হবার ভান করে ওই হাসপাতালে আত্মগোপন করে আছেন !

Related posts

Leave a Comment