টোকিও অলিম্পিক্সে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া | Neeraj Chopra Wins Gold In Tokyo Olympics

অলিম্পিক্সে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া

Neeraj Chopra Wins Gold In Tokyo Olympics

মাত্র 23 বছর বয়সী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপরা আমাদের স্বর্ণ পদক উপহার দিয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো অ্যাথলেটিক্সে স্বর্ণ পদক পেল ভারত, শেষ হল ১০০ বছরের অপেক্ষা। আজ শুরু থেকেই বেশ চনমনে দেখাচ্ছিল নীরজকে। আজকের দিনটা যেন তাঁর ইতিহাস তৈরী করবার জন্যই রাখা ছিল। অন্যান্য প্রতিযোগীরা আজ ধারেকাছেও ছিলনা নীরজের। প্রথম থ্রো থেকেই তিনি শীর্ষে থাকলেন। প্রথম থ্রো ৮৭.০৩। পরের রাউন্ডে ৮৭.৫৮। নীরজের চোখে-মুখে এদিন আত্মবিশ্বাস ছিল দেখার মতো। তৃতীয় রাউন্ডে অবশ্য আগের মতো ফর্ম ধরে রাখতে পারেননি তিনি। মাঝে একবার ফাউল করলেও তাতে কোনো ফারাক হয়নি। অসাধারণ পারফরম্যান্স বললেও হয়তো কম বলা হবে।

Neeraj Chopra Wins Gold

দেখে নিন নীরজ চোপড়া’র সেই গোল্ডেন থ্রো

সৌজন্যে অলিম্পিক্স কমিটির ইউটুব চ্যানেল

গেম শেষ হবার পর ভারতের সোনার ছেলেকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, পরবর্তীকালে নীরজ চোপড়াকে সরাসরি ফোন করেন প্রধানমন্ত্রী এবং তাকে আমন্ত্রণ জানান স্বাধীনতা দিবসে লাল কেল্লায় উপস্থিত থাকার জন্য।
শুনে নিন তাদের ফোনালাপ।

একটি সোনা, দুটি রুপো, চারটি ব্রোঞ্জ! এবারের অলিম্পিক-এ ভারত ৭টি পদক জিতেছে। এটি ভারতের জন্য সর্বকালের সেরা পদক তালিকা। লন্ডন অলিম্পিক্সের রেকর্ড ভাঙল টোকিওতে।

Related posts

Leave a Comment