ইনি হলেন ওড়িশার বালাসোর কেন্দ্রের নব নির্বাচিত বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি । যিনি ওড়িশার জনগণের কাছে ওড়িশার মোদী নামেই পরিচিত। এর আগে প্রতাপ সারঙ্গি উড়িষ্যার নীলগিরি বিধানসভা আসন থেকে দুবার বিধায়ক ছিলেন।
স্থানীয় ফকির কলেজ থেকে স্নাতক এই সংসদ ছোটবেলায় রামকৃষ্ণ মঠে সাধু হতে চেয়েছিলেন। যোগদান করবার জন্য বেশ কয়েকবার উনি মঠেও গিয়েছিলেন। কিন্তু মঠ কতৃপক্ষ যখন জানতে পারে যে, তাঁর পিতা মারা গেছেন, আর মা একা থাকে, তখন মঠ কতৃপক্ষ তাকে তার মায়ের সেবার জন্য বাড়িতে পাঠিয়ে দেয়।
সন্ন্যাসীর জীবনযাপন করা প্রতাপ সারঙ্গি বিয়ে করেন নি। গতবছর ওনার মায়ের মৃত্যু হয়েছে। সারঙ্গির কাছে তেমন কোন সম্পত্তিও নেই। একটি ছোট ঘরে থাকেন তিনি, আর যানবাহন বলতে নিজের সাইকেলটি একমাত্র ভরসা। উনি বালাসোর আর ময়ুরভঞ্জ এর আদিবাসী এলাকায় বেশ কিছু স্কুল গড়ে দিয়েছেন। ওড়িশার গরিব মানুষজনের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।