লতা মঙ্গেশকরকে জন্মদিনে বিরল সন্মান প্রদান করতে চলেছে মোদী সরকার।

lata mangeshkar will receive daughter of the nation honour on her 90th birthday

আজ সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ৯০তম শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে মোদী সরকার তাঁকে #ডটার অফ দা নেশন অর্থাৎ ‘জাতির কন্যা’ উপাধিতে ভূষিত করবেন। এটি একটি বিরল সন্মান কারণ, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান #ভারতরত্ন তিনি আগেই পেয়ে গিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী। অবশ্য শুধু ভারত নয়, প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘অফিসার দে লা দি’অনার’ প্রদান করেছে সে দেশের সরকার।

গত সাত দশক এর বেশি সময় ধরে ভারতীয় সংগীত জগতে ওনার অবদানের জন্য তাকে এই সম্মান প্রদান করা হবে। লতা মঙ্গেশকরকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই উপাধি প্রদান করা হবে।

Related posts

Leave a Comment