প্রবল মোদী উন্মাদনায় ফুটতে থাকা হাজার হাজার কর্মী সমর্থক এর দখলে চলে গেল রাজপথ !

প্রধানমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থায় নাকি এতটাই কড়াকড়ি থাকে যে, সেখানে একটা মাছিও নাকি গলবার জো থাকে না। কিন্তু আজকের ম্যাঙ্গালোরের রাজপথ সম্পূর্ণ অন্য কিছু দেখাল। প্রবল মোদী উন্মাদনায় ফুটতে থাকা হাজার হাজার কর্মী সমর্থক এর দখলে চলে গেল রাজপথ। যার ফলে আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়। এই প্রবল ভিড় সামাল দিতে রাজ্য পুলিশ প্রশাসন তো দূর অস্ত, প্রধানমন্ত্রীর নিজস্ব সুরক্ষা বাহিনীও হয়ে গেলেন কার্যত দিশাহারা।

এইভাবে বেশ কিছুক্ষণ চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এরপর পরিস্থিতি সামাল দিতে মোদীজি নিজেই গাড়ির পাদানিতে দাঁড়িয়ে ওই বিশাল সংখ্যক জনতাকে শান্ত করেন। বলাই বাহুল্য, আজকে মোদীজি যে অবস্থায় পরে গেছিলেন, সেখানে অন্য কোন নেতা-নেত্রী হলে হত্যা, চক্রান্ত বা ষড়যন্ত্রের গন্ধ নিশ্চিত ভাবে খুঁজে পেত।
ভিডিওটি অবশ্যই দেখুন

ভিডিও সৌজন্যে : ফেসবুক

Related posts