নতুন লোগো সমৃদ্ধ জার্সি নিয়ে আজ মাঠে নামছে ভারতীয় দল

new sponsor logo on indian team jersey

এতদিন চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপ্পো ছিল ভারতীয় ক্রিকেট দলের স্পনসর। তাদের সঙ্গে বিসিসিআই এর চুক্তি বাতিলের ফলে, ভারতের নতুন স্পনসর নিযুক্ত হয় ব্যাঙ্গালোরের অনলাইন শিক্ষা প্রদানকারী সংস্থা #বাইজু ( BYJU’S )

গত শনিবার ধর্মশালায় সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করে বিসিসিআই। উপস্থিত ছিলেন দলের কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মা । সেখানেই নতুন স্পনসর বাইজু’র ( BYJU‘S ) লোগো সমেত ভারতের নতুন জার্সি উন্মোচিত হয়।

ধর্মশালায় আজ অনুষ্ঠিত হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০ টায়, সরাসরি সম্প্রচার হবে ষ্টার স্পোর্টস এবং হটস্টার নেটওয়ার্ক এ।

Related posts

Leave a Comment