এতদিন চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপ্পো ছিল ভারতীয় ক্রিকেট দলের স্পনসর। তাদের সঙ্গে বিসিসিআই এর চুক্তি বাতিলের ফলে, ভারতের নতুন স্পনসর নিযুক্ত হয় ব্যাঙ্গালোরের অনলাইন শিক্ষা প্রদানকারী সংস্থা #বাইজু ( BYJU’S )।
গত শনিবার ধর্মশালায় সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করে বিসিসিআই। উপস্থিত ছিলেন দলের কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মা । সেখানেই নতুন স্পনসর বাইজু’র ( BYJU‘S ) লোগো সমেত ভারতের নতুন জার্সি উন্মোচিত হয়।
ধর্মশালায় আজ অনুষ্ঠিত হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০ টায়, সরাসরি সম্প্রচার হবে ষ্টার স্পোর্টস এবং হটস্টার নেটওয়ার্ক এ।