বর্তমানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড হল একটি অতি প্রয়োজনীয় নথি যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কার্ডটি কমপ্যাক্ট হওয়ায় ওয়ালেটে সহজেই ফিট হয়ে যায়। আর ওয়ালেটে থাকায় আপনি যদি আপনার প্যান কার্ডটি হারিয়ে ফেলেন, তবে তো মহাবিপদ ! আর এসব কথা চিন্তা করে আয়কর দফতর এর অনুলিপি, মাত্র 50 টাকার বিনিময়ে পুনঃপ্রিন্ট (Re-Print) এর ব্যবস্থা করেছে।
প্যান কার্ড আয়কর দফতর কর্তৃক দায়িত্বপ্রাপ্ত দুটি সংস্থা- ইউটিআইআইটিএসএল (UTIITSL) এবং এনএসডিএল (NSDL) এর মাধ্যমে ইস্যু করা হয়। যে সংস্থা আপনার প্যান কার্ড’টি ইস্যু করেছিল তার উপর নির্ভর করে আপনি দুটি এজেন্সি থেকে যে কোনও একটির কাছ থেকে পুনঃপ্রিন্ট (Re-Print) পেতে পারেন।
এনএসডিএল (NSDL) বা ইউটিআইআইটিএসএল (UTIITSL) এর ওয়েবসাইটে লগ ইন করুন এবং ‘Reprint PAN Card’ বিকল্পটি খুঁজে নিন। মাত্র কয়েকটা তথ্যের বিনিময়ে আপনার নতুন প্যান কার্ডটি আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। তবে শর্ত একটাই, এই পরিষেবায় আপনার বর্তমান প্যান এর কোন তথ্য পরিবর্তন করতে পারবেন না।
এনএসডিএল (NSDL) এবং ইউটিআইআইটিএসএল (UTIITSL) উভয়ই ভারতের যে কোনও জায়গায় প্যান কার্ড সরবরাহ করার জন্য মাত্র ৫০ টাকা ফি চার্জ করবে কিন্তু যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য ফি নেওয়া হবে ৯৫০ টাকা। প্যান রিপ্রিন্ট করে আবেদনকারীর ইনকাম ট্যাক্সে দেওয়া ঠিকানায় নতুন কার্ডটি পৌঁছে দেওয়া হবে।