প্রয়াত প্রসিদ্ধ মশলা ব্র্যান্ড এমডিএইচ-এর মালিক ‘মহাশয়জি’ ধরমপাল গুলাটি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

ধরমপাল গুলাটি, Owner of MDH Dharampal Gulati passes away

এমডিএইচ (MDH) এর বিজ্ঞাপনী ছবি ও ভিডিয়োয় তাঁর হাসিমুখ দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন আপামর ভারতবাসী। শতবর্ষের প্রাক্কালেও যিনি নিয়মিত কারখানা, বাজার এবং ডিলারদের ঘাঁটিতে নিয়মিত টহল মারতেন। পণ্যের গুণগতমান যতক্ষণ না পর্যন্ত তার মনোমত না হচ্ছে, ততক্ষণ বিশ্রাম নেবার কথা চিন্তা করতেন না পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত ‘দাদাজি’ ধরমপাল গুলাটি।

‘দাদাজি’ এবং ‘মহাশয়জি’ নামে পরিচিত ধরমপাল গুলাটি জন্ম ১৯২৩ সালে অবিভক্ত ভারতের শিয়ালকোটে। খুব ছোট বয়সেই তিনি বাবার মশলার ব্যবসায়ে যোগ দেন। দেশভাগের পরে দিল্লিতে এসে তিনি মশলার কারবার শুরু করেন। একচিলতে একটি দোকান নিয়ে শুরু করেন পথচলা। সেখান থেকেই তিলে তিলে তৈরী করেন দেশের অন্যতম অগ্রগন্য মশলা উৎপাদক সংস্থা এমডিএইচ (MDH)।

ধরমপাল গুলাটি, Owner of MDH Dharampal Gulati passes away
Owner of MDH Dharampal Gulati (ধরমপাল গুলাটি) passes away

Picture Courtesy: Twitter.Com

সংস্থায় তাঁর মোট মালিকানা ছিল ৮০%। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশে তাদের পণ্য রপ্তানি করা হয়। ১৫টি কারখানায় উৎপাদন করা হয় তাদের ব্র্যান্ডের বিভিন্ন মশলা। দেশের গন্ডি ছাড়িয়ে দুবাই, লন্ডন এর মতন দেশেও রয়েছে এমডিএইচ (MDH) এর অফিস।

Related posts

Leave a Comment