রামদেবের এবার টার্গেটে টেলিকম সেক্টর ! বাজারে এলো পতঞ্জলীর ‘স্বদেশি সমৃদ্ধি’ সিম কার্ড !

patanjali sim card

এবার বাজারে আসছে পতঞ্জলী ‘স্বদেশি সমৃদ্ধি’ সিম কার্ড। দেশের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর সাথে পার্টনারশিপ করছে যোগগুরু বাবা রামদেব। গত রবিবার যোগগুরু বাবা রামদেব লঞ্চ করলেন ‘স্বদেশি সমৃদ্ধি’ নামক এই সিম কার্ডটি।

প্রারম্ভিক স্তরে এই পরিষেবাটি শুধুমাত্র সংস্থার কর্মীরাই পেতে পারবেন। প্রকল্পটি সাফল্য পেলে সাধারণ জনগনের জন্যও চালু হবে এই পরিষেবা।

বর্তমানে শুধুমাত্র ১৪৪ টাকার একটি মাত্র প্ল্যান নিয়ে এসেছে পতঞ্জলী। এতে পাওয়া যাবে আনলিমিটেড কলের সুযোগ। এছাড়াও থাকবে ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস।

তবে এই সিমের মূল আকর্ষণ অন্য জায়গায় ! পতঞ্জলীর সিম কার্ড থাকলে ১০ শতাংশ ছাড় মিলবে সংস্থার সমস্ত সামগ্রীতে। এর ফলে সংস্থার বিক্রিও বাড়তে পারে আগামীদিনে। সব মিলিয়ে লাভ যেমন গ্রাহকের সাথে তেমনই মুনাফা বাড়বে পতঞ্জলীর।

Related posts