সাবধান ! ভারতীয় রেলে নিষিদ্ধ হল প্লাস্টিকজাত দ্রব্য, ধরা পড়লে দিতে হবে মোটা টাকার জরিমানা

plastic ban by indian rail

রেল স্টেশনগুলিতে এখন থেকে আর প্লাস্টিকজাত দ্রব্য নিয়ে প্রবেশ করা যাবে না। প্লাস্টিকের জলের বোতল, চায়ের কাপ, ক্যারিব্য়াগ বা কোন রকম প্লাস্টিকজাত দ্রব্য নিয়ে ধরা পড়লে কিন্তু দিতে হবে মোটা টাকার জরিমানা। প্ল্যাটফর্ম চত্বর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ভারতীয় রেলের সমস্ত স্টেশনে, আগামী ২রা অক্টোবর থেকে লাগু হতে চলেছে এই নয়া নিয়ম।

রেলসূত্রে খবর, স্টেশনগুলি থেকে প্রতিদিন বিপুল পরিমানে প্লাস্টিকের জলের বোতল, চায়ের কাপ, ক্যারিব্য়াগ সাফ করা হয়। প্লাস্টিকের এই যথেচ্ছ ব্যবহারে পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশ দূষণ। তাই পরিবেশ রক্ষার তাগিদেই ভারতীয় রেলের এই কড়া পদক্ষেপ। শুধুমাত্র শিয়ালদহ বা হাওড়া স্টেশনই নয়, ছোট বড় সমস্ত স্টেশনেই জারি হয়েছে এই নতুন ফরমান।

Related posts

Leave a Comment