বর্তমানে এই লকডাউনের সময় রামায়ণ-মহাভারত সহ পুরোনোদিনের জনপ্রিয় হিট সিরিয়ালগুলির ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার নতুন চ্যানেল লঞ্চ করল প্রসার ভারতী। নামকরণ করা হল #ডিডি_রেট্রো (DD Retro Channel)। মূলত পুরানো দিনের জনপ্রিয় সিরিয়ালগুলো এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে।
আজ থেকেই সম্প্রচার শুরু হল ডিডি রেট্রো’র (DD Retro Channel)।

ডিডি রেট্রো (DD Retro Channel) চ্যানেলটি দেখার জন্য এখনই আপনার কেবল অপারেটর / ডিটিএইচ প্রোভাইডারের সঙ্গে এখনই যোগাযোগ করুন।