তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির খবর !

people enjoying rain

নির্ধারিত সময়ের তিনদিন আগেই কেরালায় প্রবেশ করলো বর্ষা ! প্রতিবছর জুনের ১ তারিখ হল সরকারিভাবে কেরালায় বর্ষার আগমনের দিন। #আইএমডি’র তথ্য অনুযায়ী, বিগত কয়েকদিন যাবৎ প্রাক-বর্ষার বৃষ্টিপাতের মাধ্যমে আজ কেরালায় প্রবেশ করেছে বর্ষা। যা আগামী এক মাসে গোটাদেশে ছড়িয়ে পড়বে। যদিও বেসরকারি সংস্থা #স্কাইমেট জানাচ্ছে, কেরালায় বর্ষাকাল শুরু হয়ে গেছে গতকাল থেকেই। কেরালায় প্রবেশের মাধ্যমে আগামী ৪ মাস ব্যাপী বর্ষাকাল শুরু হয়ে গেল গোটা দেশে।

#এলনিনো এফেক্টকে দূরে সরিয়ে রেখে #আইএমডি’র পূর্বাভাস, এবছর দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে।

Related posts