মোদী সরকারের সফল বিদেশ নীতির সুফল! বহু বছর অপেক্ষার পর, দীর্ঘদিনের দাবি পূরণ ভারতের। আজ IC-814 বিমান হাইজ্যাকের মুলচক্রী জইশ-ই-মহম্মদ এর প্রধান, মৌলানা মাসুদ আজাহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্র সঙ্ঘ। বিশ্বের তামাম শক্তিধর রাষ্ট্রগুলির সাঁড়াশি চাপে অবশেষে মাথা ঝোকাতে বাধ্য হল চায়না। দীর্ঘদিন চায়না মৌলানা মাসুদ আজাহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার বিপক্ষে ভেটো ক্ষমতার অপপ্রয়োগ করছিল। কিন্তু এবার আন্তর্জাতিক দুনিয়ায় একঘরে হয়ে পরার আশংকায় ভেটো প্রয়োগ থেকে বিরত থেকেছে বেজিং৷

এই কুখ্যাত জঙ্গির বিরুদ্ধে ভারত এতো বছর ধরে গাদা গাদা তথ্য প্রমাণ দিলেও, তা নিয়ে কোন রকম ভ্রুক্ষেপ করেনি পাকিস্তান৷ আন্তর্জাতিক স্তরে বারবার ইসলামাবাদ বলেছে মাসুদ নির্দোষ এবং পাকিস্তানে তিনি একজন বিশিষ্ট সমাজসেবী ! ভারত নাকি ইচ্ছে করেই তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে৷ যদিও আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তান ক্রমশ এক্সপোজ হয়ে পড়ছিল৷ এতদিন ধরে ইসলামাবাদ চীনের পরোক্ষ মদতে মাসুদকে দিয়ে তার ভারত বিরোধী এজেন্ডা চালিয়ে যাচ্ছিল৷ কিন্তু পুলওয়ামা কাণ্ডের পর প্রচন্ড ভাবে আন্তর্জাতিক চাপ বাড়ে বেজিং এর উপর৷
— Chowkidar Sushma Swaraj (@SushmaSwaraj) May 1, 2019
নির্লজ্জ পাকিস্তান এবার হয়তো এই কুখ্যাত জঙ্গিকে প্রাণে বাঁচানোর জন্য জেলে পুড়ে দেবার নাটক করবে৷ কারণ আজ নয়তো কাল, পাকিস্তানের এই শীর্ষ জঙ্গির অবস্থা হবে ওসামা বিন লাদেনের মতন৷ হয় ভারত সেনাবাহিনী পাঠিয়ে ওকে খতম করবে, নয়তো আন্তর্জাতিক সেনাই সেই ব্যবস্থা করবে৷