তুমুল বিতর্কে হিডকো’র সংগ্রহশালা থেকে সরানো হল উত্তম-সুচিত্রার প্রতিমূর্তি

uttam suchitra wax statue removed from museum

উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সেনের মতন মহাতারকাদের বাস্তব চেহারার সাথে বিস্তর অমিল ! যার ফলে নিউটাউনের মাদার্স ওয়াক্স মিউজিয়াম থেকে সরিয়ে দেওয়া হল উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে!

গত কয়েকদিন যাবৎ উত্তম-সুচিত্রার মোমের মূর্তির ছবি গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। মূর্তি দু’টির সঙ্গে মহানায়ক ও মহানায়িকার রূপের তফাৎ ‘আকাশ-পাতাল’ বলে দাবি করে কটাক্ষের ঝড় উঠেছিল ভার্চুয়াল দুনিয়ায়।

সোমবার হিডকো’র চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, ‘‘ফেসবুকে যে দু’টি ছবি ঘুরছে, সেগুলি একেবারে প্রথম দিকের। পরে দু’টি মূর্তিরই কিছু পরিবর্তন করা হয়। তা সত্ত্বেও আমাদের মনে হচ্ছিল মূর্তি দু’টির আরও পরিবর্তন প্রয়োজন। তাই এদিন সেগুলি আসানসোলে পাঠানো হয়েছে পরিবর্তনের জন্য।’’

Related posts