কয়েক মাস যাবৎ অ্যাপ দুনিয়ায় একটি নতুন মেসেজিং অ্যাপ আত্মপ্রকাশ করেছে, যার নাম ‘সারাহাহ’। এরই মধ্যে অ্যাপ বাজারে ‘সারাহাহ’ অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে গিয়েছে। সৌদী আরবের জায়ান আল আবিদিন তৌফিক নামের এক তরুণ ডেভেলপার তৈরী করেছেন এটি। সারাহাহ মূলত একটি আরবি শব্দ, বাংলায় যার অর্থ : সততা, অথবা সরলরতা। ডেভেলপার এর কথায়, সারাহাহ মূলত তৈরী করা হয়েছিল সরল মন্তব্য বা সৎ প্রতিক্রিয়া পাবার জন্যে।
উক্ত অ্যাপটির এতটা জনপ্রিয়তা পাবার অন্যতম কারণ হল এর কার্যকারিতা। ‘সারাহাহ’ অ্যাপটির মূল বৈশিষ্ট্য হচ্ছে, আপনার প্রোফাইলের সাথে যুক্ত যে কেউ তার নাম গোপন রেখে আপনাকে সরাসরি মেসেজ পাঠাতে পারবেন। বুঝতেই পারছেন, এর ফলে আপনি কখনোই জানতে পারবেন না বার্তাটির প্রেরকটি কে !
এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে, সারাহাহ অ্যাপটি কি সম্পূর্ণভাবে নিরাপদ ?
আপনার মাথায় রাখতে হবে, ‘সারাহাহ’ অ্যাপটি কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাপের সাথে খুব সহজভাবেই সিনক্রোনাইজ হয়ে যায়, আবার স্ন্যাপচ্যাটের টার্মস এন্ড কন্ডিশনসে পরিস্কার ভাবে বলা আছে, যেকোনো থার্ড পার্টি অ্যাপ যদি স্ন্যাপচ্যাটের সাথে সিনক্রোনাইজড হয়, এবং এর ফলে যদি ব্যবহারকারীর তথ্য চুরি হয়, তার জন্য স্ন্যাপচ্যাট কতৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়।
এদিকে ‘সারাহাহ’ অ্যাপের প্রাইভেসি পলিসি আরো সুন্দর ! সেখানে পরিস্কার করে লেখা আছে যে তারা ব্যবহারকারীকে প্রাইভেসি দেবে যদিনা কোন লিগ্যাল অথরিটি চায়। এই অ্যাপটি ব্যবহার করার সময় আর একটি ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, ‘সারাহাহ’ নামকরা কোন প্রতিষ্ঠানের অ্যাপ নয়, একক মালিকানাধীন একটি অ্যাপ এবং মালিক চাইলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য দিয়ে যা খুশি করতে পারেন ! হ্যা ! যা খুশি !!! এবার আপনি নিশ্চই বুঝতে পারছেন যে, অ্যাপটিতে আপনার ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত। সুতরাং, যথেষ্ট ভাবনা চিন্তা করে অ্যাপটি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে।